আর্কাইভ থেকে ক্রিকেট

অধিনায়ক হিসেবে শান্তর অনুপ্রেরণা যারা

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে মঙ্গলবার টস করতে নামবেন এই মিডল অর্ডার ব্যাটার।

অধিনায়ক হিসেবে আজ সোমবার এসেছেন গণমাধ্যমের সামনে। সেখানে অধিনায়ক হিসেবে কাকে অনুসরণ করেন এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্ব তিনি খুবই উপভোগ করেন। সঙ্গে বলেছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামও।

শান্ত বলেন ‘আমার সব সময়ের পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। যদি অধিনায়ক হিসেবে বলেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি আমরা। তাঁকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন বা উনার প্ল্যানিং বা প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুব উপভোগ করি। বিপিএলে তাঁর সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। তখন অনেক কিছু শিখেছি। চেষ্টা করব যতটুকু অভিজ্ঞতা আছে, যে জিনিসগুলো বড় ভাইয়ের কাছ থেকে শিখেছি, সেই জিনিসগুলো কাজে লাগানোর।’

এ সম্পর্কিত আরও পড়ুন