আর্কাইভ থেকে দেশজুড়ে

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, কারাগারে ৭ পরীক্ষার্থী

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে নিয়োগ কমিটির সদস্য সচিব শিমুল আক্তার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। রোববার মৌখিক পরীক্ষা দিতে আসলে তাদেরকে আটক করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন ফিরোজ উদ্দিন, লোকমান হোসেন, রাশিদুল ইসলাম সুজন, আশরাফুল ইসলাম, মজিবর রহমান হাবিবুল্লাহ বেলালী ও এনামুল হক।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, গেলো ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জের দু’টি পদে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ২৪ সেপ্টেম্বর সকাল ১০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মৌখিক পরীক্ষা হয়। পরে আটককৃতদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তাদের হাতের লেখার সাথে লিখিত পরীক্ষায় লেখার হাতের লেখার সাথে মিল পাওয়া যায়নি। পরে পরীক্ষার্থীরা স্বীকার করে তাদের লিখিত পরীক্ষা অন্যদের দ্বারা লিখিয়েছেন। এ ঘটনায় ৪১৭, ৪১৯ ও ৪২০ ধারা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম গণমাধ্যমে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন