আর্কাইভ থেকে ক্রিকেট

পাইলটের চোখে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ যেমন

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ।  ক্রিকেটের মেগা আসরটিকে সামনে রেখে সাবেক ক্রিকেটাররা তৈরি করছেন পছন্দের একাদশ। এবার টাইগারদের ১৫ সদস্যের বিশ্বকাপ দল তৈরি করলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ দল প্রকাশ করেন পাইলট।  সেই দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুউল্লাহ রিয়াদ।

 

তামিম ইকবাল এবং লিটন দাসকে তার দলে ওপেনার হিসেবে রেখেছেন। ব্যাকআপ ওপেনারের জন্য একটি জায়গা ফাঁকা রেখেছেন তিনি। ওয়ানডাউনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। পাইলটের দলে মিডল অর্ডারে রয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়।

স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মাহেদী ও মেহেদি হাসান মিরাজ। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। ১৫ সদস্যের দলে চারজন পেসার রেখেছেন পাইলট। তারা হলেন-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন