গতিসীমা লঙ্ঘন করে জরিমানা গুনলেন বাবর
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবরকেও ছাড়েনি পাকিস্তান পুলিশ। লাহোরের রাস্তায় নিজের অডি গাড়িটা নিয়ে ছুটছিলেন বাবর।
তবে তিনি তার গাড়ির গতি সীমার বাইরে নিয়ে যান অর্থাৎ গতিসীমা লঙ্ঘন করেছেন বাবর। গতিসীমা লঙ্ঘনের অপরাধে পুলিশ বাবরকে জরিমানাও করেছে। এমন তথ্য জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।
আইনি বিষয়ে বাবরের সঙ্গে পুলিশের চলতি মাসে আগেও একবার সাক্ষাৎ হয়েছিল। লাহোরে লিবার্টি চকে বাবরের গাড়ি থামিয়েছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। বাবরের গাড়ির নম্বর প্লেটে নজর পড়েছিল তাঁদের।
পাকিস্তানে আইন অনুযায়ী গাড়ির নম্বর প্লেট যতটুকু বড় বানাতে হয়, বাবরের গাড়ির নম্বর প্লেট তার চেয়ে ছোট ছিল। নিয়ম লঙ্ঘন করায় কর্মকর্তারা বাবরকে গাড়ির নম্বর প্লেট পাল্টে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তাঁর গাড়ির কাগজপত্র ও লাইসেন্সও দেখা হয়।