কেরানীগঞ্জে আজ বিকেলে আ.লীগের সমাবেশ
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা জেলা আওয়ামী লীগ এ সমাবেশ কর্মসূচি পালন করবে।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
তিনি বলেন, জিনজিরার পুরাতন বাসস্ট্যান্ড রোডের শান্তি সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশটি সফল করতে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন।
পনিরুজ্জামান তরুণ বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।