আর্কাইভ থেকে বাংলাদেশ

টিকার প্রথম ডোজ চলবে: স্বাস্থ্যমন্ত্রী

ভয়ের কোনও কারণ নেই, আজকে এক কোটি ডোজ টিকা দেয়ার পরও দেশে করোনাভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জে গণটিকা কাযর্ক্রম পরির্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, আজকের কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় আসবে ১২ কোটি মানুষ।

জাহিদ মালেক বলেন, দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের অতিরিক্ত টিকা দেয়া হয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রয়োজনের অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেয়ার পরিকল্পনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন