পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ইউপি সদস্যের মৃত্যু, আহত ২
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামের বাসিন্দা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়া (৫৫) একই গ্রামের প্রতিবেশী ভোলা শেখের ছেলে পাপুল (৩২) এর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে দশ ঘটিকার সময় পূর্বনয়নপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় নিহত ইউপি সদস্যের দুই ভাতিজা আবু তাহের (৪২) বুকের পাঁজরে ও সবুজ (৩৫) ছুরিকাঘাতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাটির খবর পাওয়ার পর ঘটনাস্থলে জেলা পুলিশের কর্মকর্তা ও থানা অফিসার ইনর্চাজসহ থানা পুলিশের একাধিক টিম অবস্থান করছেন।
এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঘাতককে গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছেন।