বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ নিয়ে চীনের যে জবাব
বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও এখানকার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতার ক্ষেত্রে চীন সমর্থন দেবে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা হিসেবে চীন সমর্থন দেবে।
সকল দেশকে পুরোপুরি বঞ্চিত করে একপক্ষ সব নিয়ে নেয়ার মানসিকতা ত্যাগ করতে হবে বলেও জানান তিনি।
একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়া ও একে অপরকে সহযোগিতার ওপর জোর দেন রাষ্ট্রদূত। এতে স্থায়ী শান্তি, সর্বজনীন নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধি বজায় থাকবে বলে ইয়াও মনে করেন।
২০১৬ সালে ঢাকায় প্রেসিডেন্ট শি জিনপিং ও ২০১৯ সালে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এবং গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় দুই নেতার বৈঠক উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সর্বোচ্চ পর্যায়ের এমন সফর ও বৈঠকের ফলে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আগের চেয়ে গভীর হয়েছে।
দুই দেশই দীর্ঘদিন ধরে নিজ নিজ মূল স্বার্থ ও উদ্বেগের বিষয়ে একে অপরকে সমর্থন দিয়ে আসছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।