১৮ ঘণ্টা পর নদীতে মা-দুই ছেলের মরদেহ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় নাছিমা আক্তার ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার তীরনই নদীর কাশিপুর এলাকার মিনি কক্সবাজার পশ্চিম পাশের ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাণ হারানো তিনজন কাশিপুর এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন।
রাণীশংকৈল থানার ওসি মো. গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন মা ও তার দুই ছেলে। বুধবার সকাল ৬টার দিকে তাদের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা।
ওসি মো. গুলফামুল আরও জানান, পুলিশের একটি দল সেখানে কাজ করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।