ভিডিও বার্তায় সব কিছু জানাবেন তামিম
তামিম ইকবালকে ছাড়াই ২০২৩ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দেশসেরা এই ওপেনার বাদ পাড়ায় চলছে না আলোচনা সমালোচনা। তামিমকে বাদ দেয়ায় অনেক ক্রিকেট সমর্থক কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।
এবার আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম জানালেন, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার পর তিনি বিগত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারের ভিডিও বার্তা দিবেন।
তামিম তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।
গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’
উল্লেখ্য বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ জাতীয় দল আজ বুধবার বিকেলে উড়াল দেবে ভারতের উদ্দেশে।