জনদুর্ভোগ

শনিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে দুই জেলার কিছু এলাকায়

জরুরি মেরামত, সংরক্ষণ ও গাছের ডালপালা কাটাসহ রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (০৬ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেটে টানা ১০ ঘণ্টা এবং সুনামগঞ্জে ৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভির বালুচর, সেনপাড়া ও শিবগঞ্জ ফিডার এলাকার বিস্তৃত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা, আলুরতল, সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকা।

বিউবো জানায়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এদিকে একই দিনে সুনামগঞ্জেও সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সড়ক প্রশস্তকরণের কাজে বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও প্রতিস্থাপন করা হবে।

এ কারণে ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনে সাট-ডাউন নেওয়া হবে, ফলে বিউবো সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রকৌশলীরা জানান, কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন