ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লো তামিমবিহীন বাংলাদেশ দল
২০২৩ বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লো তামিম বিহীন বাংলাদেশ জাতীয় দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি ফ্লাইটে ভারতের গোহাটির উদ্দেশ্যে উড়বে সাকিব বাহিনী।
সেখানে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে একটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেখান থেকে ধর্মশালায় চলে যাবে বাংলাদেশ দল। ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজেরা।
সেখানেই আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ। এবারের আসর থেকে সাফল্য নিয়ে ফিরতে চায় সাকিব আল হাসানের দল।