দূর্নীতি ও শিক্ষার পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামের কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন ও উপাধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে কলেজের শিক্ষার মান ধ্বংস, ফান্ডের টাকা আত্বসাত, নিয়োগ বাণিজ্যসহ, গোপনে দুর্নীতিগ্রস্থ ব্যাক্তিকে অধ্যক্ষ নিয়োগের পায়তারাসহ সীমাহীন দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে কলেজটির পরিচালনা সদস্যের একাংশের আয়োজনে কলেজের সম্মুখে ভূরুঙ্গামারী-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবসীসহ সহস্রাধীক মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য শাহাদৎ হোসেন, মাহাবুবুর রহমান, শফিকুল ইসলাম, কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ প্রমূখ। পরে অধ্যক্ষ গোলজার হোসেন ও উপাধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়
বক্তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গোপনে অধ্যক্ষ নিয়োগ বন্ধসহ ও কলেজের শিক্ষার মান উন্নয়নে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।