চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কুষ্টিয়া থেকে জাহিদ তার ছেলে, দুই বোন, বোনদের মেয়েসহ বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এস এম জাহিদ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাত হোসেন গণমাধ্যমে বলেন , জাহিদকে বহনকারী চট্টগ্রামমুখী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে জাহিদসহ ওই গাড়িতে থাকা চার জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক পরিদর্শক জাহিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এএম/