আর্কাইভ থেকে ক্রিকেট

দলের বাইরের ঘটনা নিয়ে ভাবছেন না হাসান

তামিম ইকবাল বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা।  এরমধ্যেই বিশ্বকাপে অংশ নিতে ভারতে উড়াল দিয়েছে বাংলাদেশ দল।  তবে দলের বাইরের বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না ক্রিকেটাররা, এমনটাই দাবি তরুণ পেসার হাসান মাহমুদের।

ভারতীয় এক গণমাধ্যমকে হাসান মাহমুদ জানিয়েছেন, ‘দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। ভালো পারফরম্যান্সের জন্য আমরা রুটিন মেনে অনুশীলন করি যেন নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি (তামিমের বাদ পড়া) এটা নিয়ে বেশি ভাবি না, কারণ, আমি এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি।’

এছাড়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের প্রশংসায় হাসান বলেন, ‘তার মতো কাউকে পাওয়া দারুণ ব্যাপার। তিনি সব সময়ই সাহায্য করেন। আমরা সাধারণত নতুন বলে এবং ডেথ ওভারে কীভাবে আরও ভালো বোলিং করা যায়, সেটা নিয়ে কথা বলি। তিনি নিজের অভিজ্ঞাটুকু আমাদের মাঝে ঢেলে দেন।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন