এবার ১০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র এবার ১০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অবৈধ মাদকপাচারের সঙ্গে জড়িত ১০ ব্যক্তির ওপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে প্রতিবেশি দেশ মেক্সিকোর ৯ জন রয়েছেন। অপর ব্যক্তি কলম্বিয়ার নাগরিক।
নিষেধাজ্ঞার আওতায় আসা মেক্সিকোর ৯ জনই আবার সিনালোয়া কার্টেলের (মেক্সিকোভিত্তিক মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ চক্র) শীর্ষ সদস্য। আর কলম্বিয়ান ওই ব্যক্তি কলম্বিয়ার মাদকপাচারকারী চক্র ডেল গলফোর শীর্ষ নেতা।
দেশব্যাপী মাদক ছড়িয়ে পড়া ঠেকাতে মার্কিন সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাইডেন প্রশাসন জরুরি এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর রাশিয়া, চীনসহ চার দেশের মোট ২৮ প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় জো বাইডেন প্রশাসন।
বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বিশেষ করে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, যাতায়াতসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় সংশ্লিষ্ট থাকে তাদের বা ওইসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র।