বাংলাদেশকে মাঝারি লক্ষ্য দিলো শ্রীলঙ্কা
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝারি সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। ৪৯.১ ওভার শেষে দাসুন শানাকার দলের সংগ্রহ ২৬৩ রান।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে লঙ্কানদের দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার নিসাঙ্কা ও পেরেরা। তবে ব্যক্তিগত ৩৪ রানে স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফেরেন পেরেরা। এরপর দলীয় ১০৪ রানে নাসুমের স্পিন ফাঁদে ব্যক্তিগত ২২ রানে কাটা পড়েন মেন্ডিস।
এদিন ক্রিজে থিতু হতে ব্যর্থ হন ইনফর্ম ব্যাটার সামারাবিক্রমাও। দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর আসালাঙ্কা ও শানাকাকে ফেরান মেহেদী ও শরিফুল। দলীয় ১১৭ রানেই টপ-অর্ডারের ৫ ব্যাটারকে হারায় লঙ্কানরা। শেষ পর্যন্ত ৪৯ দশমিক ১ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৩ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে ৩৬ রান খরচায় শেখ মেহেদীর শিকার ৩ উইকেট। এ ছাড়া নাসুম, শরিফুল, তানজিম ও মিরাজ একটি করে উইকেট পেয়েছেন। এদিন ৭ ওভার বোলিং করে উইকেট শূন্য থাকলেও বেশ মিতব্যয়ী ছিলেন তাসকিন আহমেদ।