আর্কাইভ থেকে বাংলাদেশ

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা আব্বাস

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল শেখ হাসিনার দূরসম্পর্কের আত্মীয়। এই নির্বাচন কমিশন আগের কমিশনের মতো আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে। তাই এই নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। কারণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। বললেন মির্জা আব্বাস 

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে নগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

 নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

 মির্জা আব্বাস তাঁর বক্তব্যে আরও বলেন, অদ্ভুত একটা দেশ বাংলাদেশ। গুম–খুনের বিরুদ্ধে মিছিল করতে হয়, খাদ্যসামগ্রীর জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করতে হয়। ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যও মিছিল করতে হয়।

জিনিসপত্রের দাম বাড়ছে, তার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। অথচ একশ্রেণির চাটুকার বলছেন, মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে গেছে। জনগণের নয়, আওয়ামী লীগ ও তাদের চাটুকারদের ক্রয়ক্ষমতা বেড়েছে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন