আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে: সাকিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর থেকে পর্দা উঠছে ক্রিকেটের জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। আসরটিতে অংশনিতে বাংলাদেশ দল বর্তমানে ভারতে অবস্থান করছে। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে টাইগার বাহিনী।

এমন জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে বার্তা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল।  প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবেই নিজেদের সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে সেটাই আমি চাই।

  শনিবার (৩০ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। সরকারপ্রধান বলেন,  আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি।

প্রধানমন্ত্রী আরও বলেন, খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। সেদিকে আমার সবসময় দৃষ্টি থাকে। আমি তাদের সবরকম সহযোগিতা করে রাখি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন