বার্সাকে ছাড়িয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
সপ্তাহখানেক আগেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই হারের স্মৃতি নিয়েই গতকাল লা-লিগায় জিরোনার বিপক্ষে খেলতে নেমেছিল গ্যালাক্টিকোরা। এ ম্যাচে ৩-০ গোলের বড় এক জয় পেয়েছে রিয়াল, এই জয়ে বার্সেলোনাকে টপকে ফের নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান।
সের্হিও রামোসের আত্মঘাতীর গোলের সুবাদে সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল বার্সেলোনা। জাভি হার্নান্দেজের দল যে দলকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছিল, সেই জিরোনাকে হারিয়ে এবার লিগে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ।
শনিবার মন্তিলিভি স্টেডিয়ামে জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের হয়ে গোল তিনটি করেছেন জোসেলু, অঁরেলিয়ে চুয়ামেনি ও জুড বেলিংহাম।
প্রথমার্ধে জোসেলু ও অঁরেলিয়ে চুয়ামিনির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ব্যবধানটা বাড়িয়ে নেন প্রায় নিয়মিতই স্কোরশিটে নাম তোলা জুড বেলিংহ্যাম।
গতকালের ম্যাচের আগে টানা ছয় ম্যাচে জয় পেয়েছিল জিরোনা। আর রিয়ালের সঙ্গে ছিল অ্যাটলেটিকোর বিপক্ষে হারের স্মৃতি। জিরোনার ঘরের মাঠ মন্তিলিভি স্টেডিয়ামে গতকাল খেলতে নেমে শুরুতে কিছুটা চাপের মুখেই ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। বেশ কয়েকবারই রিয়ালের রক্ষণকে হুমকির মুখে ফেলেছে জিরোনার ফুটবলাররা। তবে চাপ সামলে চেনা ছন্দে ফিরতে সময় নেয়নি রিয়াল।