আর্কাইভ থেকে বিনোদন

নিউইয়র্কে আজ মঞ্চ মাতাবেন ইমরান-কনা

নিউইয়র্ক এই প্রথম মঞ্চ মাতাবেন বর্তমান বাংলাদেশের দুই কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।

রোববার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় কুইন্স থিয়েটারের মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন এ দুই সংগীত শিল্পী ।

গ্যালাক্সী মিডিয়ার বদরুদ্দোজা সাগর জানান, প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শামসুন্নাহার নিম্মির উপস্থাপনায় ও গ্যালাক্সী মিডিয়ার আয়োজনে ‘মেলোডিয়াস নাইট’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এর মিডিয়া পার্টনার আর টি ভি।

তিনি আরো জানান, অনুষ্ঠানের দিন কুইন্স থিয়েটার ( Flushing Meadows Corona Park, 14 United Nations Avenue, Queens, NY 11368) এর বক্স অফিসেও টিকেট কেনার সুযোগ থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন