বঙ্গবন্ধু কন্যাকে কোনো অপশক্তি দমাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেশের মানুষ অন্ধকারে আর যাবে না। এই দেশের মানুষ আলোকিত বাংলাদেশে থাকবেন। কাজেই নৌকা মার্কায় ভোট প্রধানমন্ত্রীকে আবারও জয়যুক্ত করতে হবে। বলেছেনস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১ অক্টোবর) ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যাকে কোন অপশক্তি দমাতে পারবে না।
তিনি বলেন, বিএনপি কি ভুলে গিয়েছে দেড় কোটি ভুয়া ভোটার বানিয়ে আপনারা নির্বাচিত হতে চেয়েছেন। যারা ভোটকে ভয় পায় তারাই দেশে-বিদেশে ঘুরে ষড়যন্ত্র করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এটা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই। খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী তাদের আত্মীয় স্বজনের অনুরোধে দণ্ড স্থগিত করে বাসায় থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছেন।
এএম/