কুবিতে বঙ্গবন্ধু হলের দক্ষিণাংশের গেট তালাবদ্ধ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দক্ষিণাংশের গেট নিরাপত্তা সংকট ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আজ সন্ধ্যা থেকে তালাবদ্ধ করেছে হল প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন হলের আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক মো. আবু বক্কর ছিদ্দিক।
এর আগে নোটিশে বলা হয়, এতদ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থানরত সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাইতেছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলের দক্ষিনাংশের কলাপশিকল গেইট বন্ধ থাকিবে। উক্ত সময়ে সকল শিক্ষার্থীদের উত্তরাংশের গেইট দিয়ে চলাচলের নির্দেশ প্রদান করা হইল।
তবে হলের একাধিক আবাসিক শিক্ষার্থীরা জানান, হল প্রশাসন হুট করে কোন কিছু না বলে একটা নোটিশ টাঙিয়ে দেয়। নোটিশে কোন কারণও উল্লেখ করে নাই। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা আবাসিক শিক্ষার্থীরা অনেকে বাহিরে চা নাস্তা খাওয়ার জন্য এ গেট দিয়ে যাওয়া আসা করি। আবার অনেকের রাতের খাবার খাওয়ার জন্য বাহিরের খাবার হোটেলগুলোতে যেতে হয়। তবে হল প্রশাসনের এমন উদ্যোগ কোনকিছুতেই কাম্য নয়।
বিষয়টি নিয়ে কথা বলতে হল প্রভোস্ট মো. তোফাইল হোসেন মজুমদারের সাথে কথা বলতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, যেহেতু আমাদের নিরাপত্তা সংকট তাই আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে একটা গেট অফ করেছি। এখন ক্যাম্পাসমুখি যে গেট আছে সেটা দিয়ে চালাচল করবে শিক্ষার্থীরা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ভাল থাকুক, বহিরাগত কেউ হলে ঢুকে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারুক। এছাড়া সামনে যে পলিটিক্যাল বিষয়টি আছে সেটা স্বাভাবিক হয়ে গেলে আগের অবস্থানে চলে আসব।