আর্কাইভ থেকে ইউরোপ

স্পেনে নাইটক্লাবে আগুন, নিহত ১৩

স্পেনের একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন। থিয়েটার নামের ওই নৈশক্লাবে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

রোববার (১ অক্টোবর) স্থানীয় সময় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২ অক্টোবর) এপি নিউজ থেকে এ তথ্য জানা যায়।

এক বিবৃতিতে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মেয়র জস ব্যালেস্তা তিন দিনের শোক ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিসের ৪০ জনের বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান উদ্ধারকাজে অংশ নেয়।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন