আর্কাইভ থেকে আফ্রিকা

ইকুয়েটোরিয়াল গিনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

রোববার (৭ মার্চ) বিকেলে মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির সেনা ব্যারাকের কাছে ভয়াবহ ডায়নামাইট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন, আহত ৬ শতাধিক। খবর এএফপি ও বিবিসির।

দেশটির প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং জানিয়েছেন, অযাচিতভাবে বিস্ফোরক দ্রব্য রাখার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০০ জন।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে বিস্ফোরণের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২০ জন। 

স্থানীয় কয়েকটি টেলিভিশনের খবরে দেখা গেছে, ধ্বংসস্তুপ থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগেই নারী ও শিশু। যাদের হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মুনিয়া

 

এ সম্পর্কিত আরও পড়ুন