লাল সবুজের জমকালো আতশবাজিতে বর্ণিল রাজধানীর আকাশ
৭ই মার্চের ভাষণের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীতে জমকালো নানা আয়োজনে উদযাপন হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।
বাঙালি জাতির মুক্তিসংগ্রামের মূলমন্ত্র বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্মরণে বুড়িগঙ্গা তীরে রাজধানীর আহসান মঞ্জিল প্রাঙ্গণ ও গুলশান ইয়ুথ ক্লাব মাঠে রোববার সন্ধ্যা থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ছিলো বর্ণিল আয়োজন।
আকাশে ওড়ানো হয় ফানুস। লাল সবুজের জমকালো আতশবাজিতে বর্ণিল আলোয় ভরে যায় রাজধানীর আকাশ। লেজার প্রদর্শনী আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় ঐতিহাসিক ৭ মার্চের নানা দিক। বড় পর্দায় প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুর ভাষণ।
রাইদুল শুভ