ব্যালিস্টিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি) নৌবাহিনী পারস্য উপসাগরে অনুষ্ঠিত সামরিক মহড়ায় একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
দেশটির গভীর অভ্যন্তরীণ অঞ্চল থেকে কদর-১১০, কদর-৩৮০, কাদির ও ৩০৩ মডেলের ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপ করা হয়। যা নিখুঁতভাবে ওমান সাগরে নির্ধারিত লক্ষ্যবস্তু ভেদ করে।
একই সময়ে ড্রোন ব্যবস্থাও সক্রিয়ভাবে মহড়ায় অংশ নেয় এবং অনুমিত শত্রু ঘাঁটিতে কার্যকর হামলা চালায়। আইআরজিসির দাবি, এই মহড়ার লক্ষ্য ছিল সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের যুদ্ধব্যবস্থার স্থিতিশীলতা ও প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করা।
মহড়াটি পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং নাজেয়াত দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত আবু মুসা, বৃহৎ তুম্ব, ক্ষুদ্র তুম্ব ও সিরি দ্বীপের জলসীমায় পরিচালিত হয়।
এসএইচ//