ভেঙে যাচ্ছে অনির্বাণের সংসার
তাদের সম্পর্কের সমীকরণ শুরু হয় নাটকের মঞ্চ থেকে। মন দেয়া নেয়ার পরে বিয়ের পর্বটিও সেরে নেন তারা। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । মঞ্চ নাটকেও তিনি জনপ্রিয়। অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামী একজন নাট্যকর্মী।অনির্বাণের খ্যাতি বাড়ছে দিনে দিনে। এরই মধ্যে টালিপাড়ায় খবর ভেসে বেড়াচ্ছে তাদের বিচ্ছেদ নিয়ে।
আসন্ন পুজায় মুক্তি পাবে অনির্বাণের ‘দশম অবতার’। অন্যদিকে মধুরিমা নাটক নিয়ে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে, অনির্বাণ ভট্টাচার্য ও তার স্ত্রীর মধ্যে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে অনেক দিন ধরেই। বিষয়টা কাছের মানুষেরা কেউ কেউ জানেন। কিন্তু দুই তারকার কেউ মুখ খোলেননি এখনও।
জানা গেছে, সংসার পাতার পর থেকেই তাদের মনোমালিন্য তৈরি হয়। তবে বিয়ের আগে তারা জমিয়ে প্রেম করেছেন। তাহলে এক ছাদের নিচে এসে কেন এমনটা হলো এমন প্রশ্ন অনেকের মনেই জেগেছে। হঠাৎ করেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
তবে টালিপাড়ায় গুজব ছিল, অনির্বাণের সঙ্গে সোহিনী সরকারের প্রেম রয়েছে।
বিয়ের পর তাদের এক সাথে কোন অনুষ্ঠানে কিংবা জনসমাবেশে দেখা যায়নি। এমনকি সোস্যাল হ্যান্ডেলেও তাদের কোন ছবি দিতে দেখেনি কেউ।
উল্লেখ্য, হঠাৎ করেই ২০২০ সালে অনির্বাণ-মধুরিমা বিয়ে করেন। খুব ঘরোয়া আয়োজনেই তাদের বিয়ে সম্পন্ন হয়। দুজন মিলে দুটি নাটকও পরিচালনা করেছেন।
এসি//