কোনো শর্তে খালেদা জিয়া দেশের বাইরে যাবেন না: ফখরুল
দণ্ডপ্রাপ্ত অনেকেই বিদেশে চিকিৎসা নিয়েছেন, সারাবিশ্বে এমন অনেক দৃষ্টান্ত আছে। বিএনপি চেয়ারপারসনের ক্ষেত্রে দণ্ড স্থগিতকরণের শর্ত প্রত্যাহার করে নিলে আর কোনো আইনি জটিলতা থাকবে না। আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। চিকিৎসা পাওয়া তার মৌলিক ও সাংবিধানিক অধিকার। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ অক্টোবর) গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। এর জন্য দরকার সরকারের সদিচ্ছা। পরিবারকে খালেদা জিয়া জানিয়ে দিয়েছেন, কোনো শর্ত সাপেক্ষে দেশের বাইরে তিনি যাবেন না।
মির্জা ফখরুল বলেন, লিভারের জটিল রোগের পাশাপাশি দুটি কিডনি দুর্বল হয়ে পড়েছে খালেদা জিয়ার। ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দ্রুত তাকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন। অথচ সরকার খালেদা জিয়াকে ইচ্ছা করে আটকে রেখেছে।
যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ি থাকতে হবে।