নেপালে জোড়া ভূমিকম্প, কেঁপে উঠলো ভারতও
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। দেশটিতে আঘাত হানা দুইটি ভূমিকম্পে কেঁপেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার পরপর দুটো শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় নেপালে। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে আঘাত হানে এ দুটি ভূকম্পন।
মঙ্গলবার (৩ অক্টোবর) নেপালের বাজহাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার ভূগর্ভে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, নেপালে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আর ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে। ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং এর আশপাশের এলাকাগুলোতেও।
টিআর/