‘অসম্ভব’ মাঠে ‘সম্ভব’ করলেন নেইমার
এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে মাঠে নেমেছিল আল হিলাল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আজাদি স্টেডিয়ামে। ম্যাচের দুদিন আগে মাঠকর্মীদের মাঠ পরিচর্যার একটি ভিডিও শেয়ার করেছে সৌদি প্রো লিগ।
সেই ভিডিওতে দেখা যায় পাথুরে মাঠের ওপর কৃত্রিম ঘাসের আবরণ বসাচ্ছেন মাঠকর্মীরা। ভিডিও শেয়ার করে প্রো লিগের টুইটার আইডি থেকে ক্যাপশনে লেখা হয়েছিল ‘এই আজাদি স্টেডিয়ামে মঙ্গলবার আল হিলাল ও নাসাজি মাজান্দারানের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপর্যয়কর!’
🚨🚨🚨
Le stade Azadi qui va accueillir la rencontre entre Nassaji et Al Hilal mardi prochain !!!!
CATASTROPHIQUE 😳 pic.twitter.com/i2nJYWgRwD
— SPL 🇸🇦 (@ActuSPL) October 1, 2023 মাঠের এমন অবস্থা দেখে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি নেইমার জুনিয়র। মন্তব্যে লিখেছেন, ‘এটা সম্ভব নয়।’ এর সঙ্গে হতাশায় মুখ ঢাকার এবং অট্টহাসির ইমোজিও জুড়ে দেন ব্রাজিল তারকা। তবে সেই অসম্ভব মাঠেই সম্ভব করলেন নেইমার। আল হিলালে যোগ দিয়ে টানা পাঁচ ম্যাচ খেলেও গোলের দেখা না পাওয়া নেইমার পেলেন গোলের দেখা।
মঙ্গলবার রাতে দ্বিতীয়ার্ধের ৫৮ তম মিনিটে দুর্দান্ত এক গোলে এশিয়ার ফুটবলে গোলের খাতা খোলেন নেইমার। এছাড়াও মিত্রোভিচ ও সালেহ আলশেহরির গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল।