আর্কাইভ থেকে বাংলাদেশ

সাউথ আফ্রিকা সিরিজের ওয়ানডে এবং টেস্ট স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের ওয়ানডে ও ১৯ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দুই দলেই আছেন সাকিব আল হাসান; তামিম ইকবালও টেস্ট দলে ফিরেছেন কিন্তু পড়েছেন নাঈম শেখ। 

টাইগাররা 12 মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে। অনুশীলন ম্যাচটি 15 মার্চ খেলা হবে, এরপর দুই দিনের অনুশীলনের পর 16 মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। সিরিজের বাকি দুটি ম্যাচ ২০ ও ২৩ তারিখে। প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ এবং শেষ টেস্ট হবে ৮ এপ্রিল।

ওডিআই স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহবুবুর রহমান। হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন