আর্কাইভ থেকে বাংলাদেশ

সরিয়ে নেওয়া হয়েছে বাংলার সমৃদ্ধির নাবিকদের

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। সেই জাহাজে জীবিত ২৮ নাবিক’সহ নিহত হাদিসুর রহমানের লাশও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই ভা‌লো আছেন ব‌লে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। 

বৃহস্প‌তিবার (৩ মার্চ) এক ভি‌ডিও বার্তায় প্রতিমন্ত্রী  জানান, জাহাজের জীবিত সদস্যদের ইউক্রেনের পাশের কোনো দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে জাহাজ থেকে সরিয়ে নাবিকদের এখন কোথায় রাখা হয়েছে তা নিশ্চিত করেননি প্রতিমন্ত্রী।  

বর্তমা‌নে মিশর সফ‌রে থাকা প্রতিমন্ত্রী ভি‌ডিও বার্তায় ব‌লেন, একটু আগে আমাদের পোল্যান্ডের রাষ্ট্রদূত জা‌নি‌য়ে‌ছেন, ইউক্রেনে বাংলা‌দে‌শি জাহাজে থাকা ২৮ না‌বিক‌কে নিরাপ‌দ আশ্রয়ে নেওয়া হ‌য়ে‌ছে। তা‌দের স‌ঙ্গে নিহত না‌বিক হাদিসুর রহমানের মর‌দেহ র‌য়ে‌ছে।

যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে থাকা বাংলার সমৃদ্ধি জাহাজ বুধবার রাত ৯টা ২৫ মিনিটে রকেট হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন। তিনি বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।

 

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন