পূর্বাচল থেকে এক হাজার পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে ১ হাজার পুরিয়া হেরোইনসহ সুমন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
গেলো মঙ্গলবার ( ৩অক্টোবর) মধ্যরাতে অভিযান চালিয়ে পূর্বাচলের ১০ নং সেক্টরের জয়বাংলা চত্ত্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সুমন পূর্বাচলের হিড়নাল এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার পূর্বাচল ক্যাম্প ইনচার্জ সাব ইন্সপেক্টর পরেশ বাগচী জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোঁপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালানো হয়। এ সময় পূর্বাচলের ১০ নং সেক্টর জয়বাংলা চত্ত্বর থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে ফটকচুরিসহ বিভিন্ন অপরাধে আরও ৫ টি মামলা রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদাালতে পাঠানো হয়েছে।