পিএসজিকে বিধ্বস্ত করলো নিউক্যাসল, জয় পেলো বার্সা-ম্যানসিটি
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পাত্তাই পেল না পিএসজি। ফরাসি ক্লাবটি পরাজয় বরণ করেছে ৪-১ ব্যবধানে। পিএসজি ছাড়লেও নিজেদের ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি।
বুধবার রাতে নিউক্যাসলের মাঠে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছিল না পিএসজি। প্রথমার্ধেই হজম করে ২ গোল। বিরতি থেকে ফিরেই ৫ মিনিটে ব্যবধান ৩-০ করে নিউক্যাসল। এরপর ফরাসি ক্লাবটির হয়ে ৬২ মিনিটে ব্যবধান কমান হারনান্দেজ। তবে লাভ হয়নি, অতিরিক্ত সময়ে আরও গোল হজম করতে হয় তাদের। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
দিনের অপর খেলার এফসি পোর্তকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর লাইপজিগের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। ব্রুশিয়া বনাম এসি মিলানের ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র।