আর্কাইভ থেকে জাতীয়

নিজস্ব সার্ভার বানিয়ে জন্মনিবন্ধন শুরু করলো ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ তিন মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে। নিজস্ব সার্ভার তৈরি করে এই সেবা চালু করেছে সংস্থাটি। রাজস্বের অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে ডিএসএসসিতে নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকে। ওই সময় নাগরিকদের ভোগান্তি চরমে ওঠে। অনেকের জরুরি প্রয়োজনে জন্মনিবন্ধন করার দরকার থাকলেও তা করতে পারেননি।

বুধবার (৪ অক্টোবর) থেকে জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ শুরুর তথ্যের সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএসসিসির অঞ্চল ২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো।

তিনি জানান, আজ অনলাইনে বেশ কিছু আবেদন জমা হয়েছে।

জানা গেছে, স্বতন্ত্র সার্ভারের মাধ্যমে নিবন্ধন সেবা চালু করেছে ডিএসসিসি। জন্ম ও মৃত্যুনিবন্ধন, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার থেকে সারা দেশে জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ হয়। এর বাইরে গিয়ে নিজস্ব সার্ভার চালু করেছে ডিএসএসসি। https://bdris.dscc.gov.bd এখানে গিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে। সারা দেশে যে সার্ভারে নিবন্ধন হয়, সেটা হচ্ছে https://bdris.gov.bd।

ঢাকা দক্ষিণ সিটির নিবন্ধন কর্মকর্তারা বলছেন, তাদের সার্ভারে কোনো আবেদনে ভুল হলে অনলাইনে ওই আবেদনে ঢুকেই সংশোধন করা যাবে। ফলে ভোগান্তি কম হবে নাগরিকদের। সাধারণভাবে নিবন্ধনে কোনো আবেদনকারীর নিবন্ধন ভুল হলে তাকে সংশোধনের জন্য নতুন আবেদন করতে হয়। জন্ম দিন ও মাস স্থানীয়ভাবে সংশোধনের সুযোগ থাকলেও নাগরিকদের জন্ম সাল সংশোধনে রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হয়। ডিএসএসসিতে জন্ম সাল সংশোধন করবেন মেয়র।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন