বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে নরসিংদীর শিবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শিবপুর উপজেলা পরিষদ কার্যালয়ের মাঠ হতে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর হোসেন, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ মাস্টার ও এসএম খোরশেদ আলম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এএম/