আর্কাইভ থেকে দেশজুড়ে

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

"কাঙ্ক্ষিত শিক্ষার চাহিদানুযায়ী শিক্ষক প্রয়োজন: বিশ্বব্যাপী শিক্ষক ঘাটতি দূর করা অত্যাবশ্যক"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হলরুমে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

শাহীন স্কুল এন্ড কলেজের পরিচালক ও টিচার্স ফাউন্ডেশন কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায়, টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিসুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. প্রকৌশলী ইকবাল মাহমুদ উপদেষ্টা ও সাবেক সভাপতি টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ অন্যান্যরা।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তা ফেরদৌস আরা পুষ্প, টিচার্স ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র সরকার, টিচার্স ফাউন্ডেশন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নিখিল চন্দ্র সরকার, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন স্কুলের ২'শ ৫০জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন