আর্কাইভ থেকে জাতীয়

একাদশ জাতীয় সংসদ: শেষ অধিবেশন শুরুর তারিখ নির্ধারণ

আসছে ২২ অক্টোবর চলতি একাদশ জাতীয় সংসদের শেষ অধি্বেশন শুরু হবে। ওইদিন বিকাল টায় শুরু হবে অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়,ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশন আগামী ২২ অক্টোবর বিকেল ৪টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনই হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হয়। সংসদে ৩৫টি বিল তোলা হয়। পাস হয় ১৮টি বিল।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের এই অধিবেশন শেষ হওয়ার পরই আসছে নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।আর নির্বাচন অনুষ্ঠিত হবে আসছে জানুয়ারি মাসের প্রথমার্ধে।

এ সম্পর্কিত আরও পড়ুন