বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়ান গেমসের ফাইনালে খেলার স্বপ্নটা অধরাই রয়ে গেল বাংলাদেশের। প্রথম সেমিফাইনালে ভারতের কাছে তাদের হারতে হয়েছে ৯ উইকেটে। বাংলাদেশের দেয়া ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ৬৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় ভারত।
আর তাতেই এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের মিশনে যাওয়া দলটির এখন লড়তে হবে ব্রোঞ্জের জন্য।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে টাইগার বোলারদের তোপের মুখে পড়লেও ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মার ব্যাটে বড় জয় বাগিয়ে নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ঋতুরাজ অপরাজিত থাকেন ২৬ বলে ৪০ করে। তাকে শেষ পর্যন্ত সঙ্গ দেন তিলক ২৬ বলে ৫৫ রানের টর্নেডো ইনিংস খেলে।
এর আগে ব্যাটিং বিপর্যয়ের দিনে পারভেজ ইমনের ৩২ বলে ২৩ ও জাকের আলির অপরাজিত ২৯ বলে ২৪ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটের খরচায় ৯৬ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আর তাতেই স্বর্ণ জয়ের মিশনে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২০ বলে ৯৭ রানের।
এএম/