আর্কাইভ থেকে ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা  

গেল মাসে বিশ্বকাপ বাছাইয়ের ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে মাংসপেশির চোটে পড়েন লিওনেল মেসি।  এরপর লা পাজে বলিভিয়ার বিপক্ষে আর মাঠে নামেন তিনি।  ইন্টার মায়ামিতে যোগ দিয়ে আটলান্টার বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারেননি মেসি। টরন্টোর বিপক্ষে মাঠে নামার ৩৬ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় অস্বস্তি নিয়ে।

এরপর আর মায়ামির হয়েও মাঠে নামেননি লিও।  তবে চোটাক্রান্ত মেসিকে নিয়েই  বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।  মেসিকে দলে রাখলেও স্কালোনির স্কোয়াডে জায়গা হয়নি আনহেল দি মারিয়ার। চ্যাম্পিয়নস লিগে বেনফিকা-ইন্টার মিলান ম্যাচে চোটে পড়েছেন দি মারিয়া।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা নিজেদের পরের ম্যাচ খেলবে ১৩ অক্টোবর প্যারগুয়ের বিপক্ষে, আর ১৮ অক্টোবর বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পেরু।

 

আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), জুয়ান মুসো (আটালান্টা)

ডিফেন্ডার: ওয়াল্টার বেনিটেজ (পিএসভি আইন্দহোভেন), জুয়ান ফয়েথ (ভিলারিয়াল), গঞ্জালো মন্টিয়েল (নটিংহাম ফরেস্ট), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লুকাস মার্টিনেজ কোয়ার্টা (ফিওরেন্টিনা), নিকোলিনা ওটামেন্ডি (বেনফিকা), মার্কো পেলেগ্রিনো (এসি মিলান), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), নিকোলাস ট্যাগলিয়াফিকো (লিয়ন), লুকাস এসকুইভেল (অ্যাথলেটিকো প্যারানেন্স)

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পেরেদেস (রোমা), গুইডো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দে পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন), কার্লোস আলকারাজ (সাউথ্যাম্পটন), জিওভানি লো সেলসো (টটেনহাম), অ্যালেক্সহাম ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), ব্রুনো জাপেলি (অ্যাথলেটিকো প্যারানেন্স)

ফরোয়ার্ড: পাওলো দিবালা (রোমা), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ফ্যাকুন্ডো ফারিয়াস (ইন্টার মিয়ামি), লুকাস বেলট্রান (ফিওরেন্টিনা), আলেজান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকো। গঞ্জালেজ (ফিওরেন্টিনা), লুকাস ওকাম্পোস (সেভিয়া)

 

এ সম্পর্কিত আরও পড়ুন