আর্কাইভ থেকে ক্রিকেট

নির্ধারিত ওভারের আগেই অলআউট পাকিস্তান

ভারত বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল পাকিস্তান।  পাওয়ারপ্লেতেই নেদারল্যান্ডসের বিপক্ষে হারিয়ে ফেলে ৩ উইকেট।  সেখান থেকে মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল দলটি।  শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের আগে ২৮৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে প্রথম ১০ ওভারের ভিতরেই একে একে সাজঘরের ফেরেন ফাখর জামান, অধিনায়ক বাবর আজম ও ইমাম উল হক।

সেখান থেকে দলকে টেনে তুলেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল জুটি। চতুর্থ উইকেটে তারা দুজনে মিলে ১২০ রানের জুটি গড়েন। এর মাঝে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন শাকিল। আর রিজওয়ান হাঁকান তার ক্যারিয়ারের ১৩তম ফিফটি।

অবশেষে দলীয় ১৫৮ রানে সৌদকে ফিরিয়ে পাকিস্তানের বড় জুটি ভাঙেন ডাচ স্পিনার আরিয়ান দত্ত। এরপর রিজওয়ান নিজেও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১৮২ রানে ব্যক্তিগত ৬৮ রান করে বাস ডি লিডে বোল্ড হন পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটার।

শেষ দিকে শাহিন আফ্রিদি ১৩ ও হারিস রউফ করেন ১৬ রান। এতে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন