আফগানিস্তানে ভূমিকম্প: হাজার ছাড়ালো মৃতের সংখ্যা
আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা হাজার ছাড়ালো। আহত হয়েছেন আরও শত শত মানুষ।
রোববার (৮ অক্টোবর) দেশটির সরকারের মুখপাত্র বিলাল কারিমি বিষয়টি নিশ্চিত করেছেন বলে এনডিটিভির দেয়া এক প্রতিবেদন থেকে জানা যায়।
শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর–পশ্চিমে ভূমিকম্প আঘাত হানে।
বিলাল কারিমি বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে, বাস্তবতা এটাই যে মৃতের সংখ্যা অনেক বেশি। এটি হাজার ছাড়িয়েছে।'
উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের ভেতর কেউ বেঁচে আছে কী না, তা যাচাই করে তাদের উদ্ধারের চেষ্টা চালান। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১২০, যা এক রাতের মধ্যে হাজার ছাড়িয়েছে।
ছয় দশমিক তিন মাত্রার মূল ভূমিকম্পের পর আরও আটবার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয় পশ্চিম আফগানিস্তানে। প্রাদেশিক রাজধানী হেরাতের আশেপাশে প্রায় ৩০ কিলোমিটার জায়গা জুড়ে এই কম্পন অনুভব করা যায়।
হেরাতের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মুসা আশারি এএফপিকে শনিবার গভীর রাতে জানান, প্রায় '১২০ জন মারা গেছেন এবং ১ হাজারেরও বেশি নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা আহত হয়েছেন।'
সে সময় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র জানান, তাদের আশংকা, মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, হেরাত প্রদেশের ১২টি গ্রামে ৬০০ বাড়ি পুরোপুরি ধ্বংস অথবা আংশিক ক্ষতির শিকার হয়েছে। এতে প্রায় ৪ হাজার ২০০ মানুষ প্রভাবিত হয়েছেন।
শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশংকা প্রকাশ করে, উদ্ধার কার্যক্রম পূর্ণোদ্যমে শুরুর পর হতাহতের সংখ্যা আরও বাড়বে।