আর্কাইভ থেকে বাংলাদেশ

মার্কিন প্রেসিডেন্টকে যা বললেন জেলেনস্কি

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১১তম দিনে ইউক্রেনের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। চলমান এই সংকট সমাধানে বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

গেলো শনিবার (৫ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন জেলেনস্কি।

টুইটারের এক বার্তায় ফোনালাপের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। টুইটারে তিনি জানান, ক্রমাগত সংলাপের অংশ হিসেবে বাইডেনের সঙ্গে আবারও কথা বলেছি। সংলাপের এজেন্ডায় নিরাপত্তা, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে কথা হয়েছে।

ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন-জেলেনস্কির মধ্যে প্রায় ৩০ মিনিট ফোনালাপ হয়।

প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। ইতোমধ্যে দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন