আর্কাইভ থেকে আন্তর্জাতিক

বাজি কারখানায় বিস্ফোরণ, ১৩ জনের মৃত্যু

ভারতের বেঙ্গালুরুর গ্রামীণ অঞ্চলে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও সাতজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার (৭  অক্টোবর) বিকেল-সন্ধ্যা নাগাদ কর্ণাটকের অ্যাটিবেলে ঘটনাটি ঘটে। বাজি কারখানাটি কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তের খুব কাছে বলে জানা গেছে।

সেন্ট্রাল রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল বিআর রবিকান্ত গৌড়া বলেন, গুরুতর আহত সাত শ্রমিককে উদ্ধার করে দু’টি হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।

বেঙ্গালুরু গ্রামীণ জেলার পুলিশ সুপার মল্লিকার্জুন বালনন্দি জানান, দুর্ঘটনার সময় কারখানায় ২০ জন কাজ করছিলেন। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যাই। বেশ কয়েকজনকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সবাইকে উদ্ধার করা হয়।

অন্যদিকে কী কারণে এই বিস্ফোরণ ঘটে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্ফোরণের আসল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের বিদ্যুতের লাইনে ছোট ফুলকি থেকেই আগুন লাগে। সেখান থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও ছড়িয়ে পড়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন