আর্কাইভ থেকে ঢালিউড

জুটি হচ্ছেন আফজাল-স্বস্তিকা

দেশের নন্দিত অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের সিনেমায় দেখা গিয়েছিলো কলকাতার এ অভিনেত্রীকে। শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ দিয়ে ঢালিউডে অভিনয় শুরু করলেও এরপর আর দেখা যায় নি এপার বাংলার সিনেমাতে। ১৫ বছর পর আবারও ঢালিউডে ফিরছেন তিনি। অভিনয় করবেন কামরুল রিফাত পরিচালিত ‘ওয়ান ইলেভেন’ সিনেমায়।

চলতি বছরের শেষ দিকে শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন আফজাল-স্বস্তিকা। একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন পরিচালক। তাদের অংশের দৃশ্যধারণ করা হবে ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে। বাংলাদেশে এটি হতে যাচ্ছে স্বস্তিকার দ্বিতীয় চলচ্চিত্র।

আফজাল, স্বস্তিকা

“ওয়ান ইলেভেন” চলচ্চিত্রে চুক্তিবদ্ধের প্রসঙ্গে স্বস্তিকা বলেন, 'ওপার বাংলায় কাজ করার ইচ্ছে আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। ২০০৮ সালে প্রথমবার কাজ করেছি। তারপরে বহু পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ঠিক কাজটি করা হয়নি, ব্যাটে-বলে হয়নি সবটা। কামরুল রিফাত ওয়ান ইলেভেনের গল্পটা আমাকে পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি প্রথম গল্পটা পড়েছিলাম এবং ২০২১ সাল থেকেই কামরুল রিফাত ও ওনার টিম, ওনাদের সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হয়েছিল। তারপরে আমি স্ক্রিপ্টটা পড়েছি। অনেকগুলো ড্রাফট পড়েছি, চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুম কলে অনেকগুলো মিটিং করেছি এবং একরকম মুগ্ধতার তৈরি হয়েছে। তাই কাজটা করছি। আশা করছি ভালো একটা কাজ হবে। '

তিনি আরও বলেন, 'আমি গৎবাঁধা কোনো চরিত্রে কাজ করবো না। আর যেসব চরিত্রে আমাকে দর্শক দেখে ফেলেছে, তেমন চরিত্রেও কাজ করবো না। কারণ আমি একদম নিজেকে রিপিট করতে চাই না। সবসময় চাই একদম নতুন ভাবে আমি দর্শকের সামনে আসবো। সেটা নতুন চরিত্র হোক, সাজ-পোশাক হোক, চেহারা হোক। ‘ওয়ান ইলেভেন’-এও আমার চরিত্রটা একদম নতুন। '

আফজাল, স্বস্তিকা

‘ওয়ান ইলেভেন’ সিনেমায় স্বস্তিকা সহশিল্পী হিসেবে পাবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনকে। এ নিয়েও ভীষণ উচ্ছ্বসিত স্বস্তিকা, ‘আমি বাংলাদেশের অনেক অভিনয়শিল্পীর ভক্ত। অনেকেরই কাজ ফলো করি। ওটিটি হোক বা এখানে কলকাতায় যে ছবিগুলো মুক্তি পায় সেগুলো দেখার জন্য উদগ্রিব হয়ে বসে থাকি। আফজাল হোসেন তো আছেনই। অন্য যে কলাকুশলীরা আছেন, আমি প্রত্যেকের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

‘ওয়ান ইলেভেন’-এ লেখকের চরিত্রে হাজির হবেন আফজাল হোসেন। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন