আর্কাইভ থেকে ফুটবল

বেলিংহামের জোড়া গোলে রিয়ালের বড় জয়

জুড বেলিংহাম আরও একবার করলেন জোড়া গোল।  লা লিগার ম্যাচে ওসাসুনাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে প্রথম দুটি গোল করেছেন ২০ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।  অপর দুটি গোল জোসেলু এবং ভিনিসিয়ুস জুনিয়রের।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে বেলিংহাম প্রথম গোলটি করেন ম্যাচের নবম মিনিটে। দ্বিতীয় গোলটি করেন ৫৪ মিনিটে। এ নিয়ে রিয়ালের হয়ে প্রথম ১০ ম্যাচে ১০ গোল করলেন বেলিংহাম। ৬৫ মিনিটে প্রতি-আক্রমণ থেকে রিয়ালকে তৃতীয় গোল এনে দেন ভিনিসিয়ুস। আর ৭০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সহায়তায় দলের চতুর্থ গোলটি করেন জোসেলু।

ওসাসুনাকে হারানোর সুবাদে আবারও লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৪, সমান ম্যাচে জিরোনার ২২। বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে আছে তিনে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন