আর্কাইভ থেকে ক্রিকেট

২ রানে ৩ উইকেট নেই ভারতের

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯ রানের বিপরীতে খেলতে নেমে দিশেরাহারা হয়ে গেছে স্বাগতিক ভারত। মাত্র ২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তিনজই আউট হয়েছে রানের খাতা খোলার আগেই।

প্রথম ওভারে মিচেল স্টার্কের বলে ফেরেন ইশান কিশান। এরপর দ্বিতীয় ওভারে হ্যাজলউডের বলে ফিরে যান রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার।

এর আগে রবিবার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারে জসপ্রিত বুমরাহর বলে খালি ফিরে যান মিচেল মার্শ।  তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার এদিন দারুণ শুরু করেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি, আউট হয়ে যান ৪১ রানে।

তিনে নেমে স্টিভেন স্মিথও সাবলীল ব্যাটিং করে ফিরে যান ৪৬ রানে। মার্নাশ ল্যাবুশেন-গ্লেন ম্যাক্সওয়েলরা সেট হয়েও টিকতে পারেননি উইকেটে। শেষদিকে মিচেল স্টার্কের ৩৫ বলে ২৮ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় অজিরা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন