মুক্তিতে বাধা নেই বড় মনিরের
ধর্ষণের অভিযোগে করা মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (৯ অক্টোবর) এ বিষয়ে করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতের আদেশের ফলে বড় মনিরের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
গেলো ৫ এপ্রিল রাতে এক নারী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করেন। সেখানে মূল অভিযুক্তের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।
ওই নারীর অন্তঃসত্ত্বার প্রমাণ পেলেও ধর্ষণের আলামত পায়নি মেডিকেল বোর্ড। ভুক্তভোগী গেলো ৬ এপ্রিল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।
গেলো ৩০ জুন সন্ধ্যায় জেলা শহরের ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন নামে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ছেলে সন্তানের জন্ম দেন।
গেলো ১১ জুলাই বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বড় মনিরকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গেলো ১৫ মে ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন এই আদেশ দেন।
গোলাম কিবরিয়া ওরফে বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব।
এসি//