আর্কাইভ থেকে দেশজুড়ে

মধ্যরাতে ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় ভাড়া বাসার ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মীর জাওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে তার মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত মীর জাওয়াদের বিভাগের সিনিয়র এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানান,  জাওয়াদ গেলো এক মাস ধরে হতাশায় ভুগছিলেন। মীর জাওয়াদ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন, বলে মনে করছেন তিনি।

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন